বাংলা সাহিত্যের এক আঁজলা জল

ভূমিকা

রবিঠাকুর গানে বলেছেন – ‘পান করে রবি শশী অঞ্জলী ভরিয়া’। আর এক আধুনিক গায়ক প্রায় অনুরূপ ভাবেই বলেছেন – ‘হাত পেতে নিয়ে চেটে পুটে খাই / বিসমিল্লার পাগলা সানাই।’

বর্তমান লেখকের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা একই রকম। বিগত প্রায় চার দশক ধরে প্রবাস জীবন যাপন করেও সেই দুই হাত পেতে বাংলা সাহিত্যের অঞ্জলি পান করা বা হাত পেতে নিয়ে চেটে পুটে খাওয়াই অভ্যাসে পরিণত হল। ‘নির্বাসনে’ এসে দিনে দিনে তীব্র হতে লাগলো সেই ‘সাড়ে তিনহাত ভূমি’র প্রতি আকর্ষণ।

বিগত বেশ কিছু বছর ধরে লেখা হয়েছিল এই প্রবন্ধগুলি। মূলতঃ বেশ কয়েকটি ওয়েবজাইন – ‘অবসর’, ‘অন্যদেশ’ এবং ‘পরবাস’। কয়েকটি প্রকাশিত হয়েছে ‘বহুস্বর’ পত্রিকার বিশেষ সংখ্যাগুলিতে। দুটি প্রবন্ধ অন্য দুটি সংকলনে স্থান পেয়েছে।

বাংলার প্রবন্ধ সাহিত্য খুবই ঐতিহ্যমণ্ডিত। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আধুনিক কালে সুনীল গঙ্গোপাধ্যায়ের মত প্রতিষ্ঠিত লেখকরাও সমৃদ্ধ করেছেন এই ভাণ্ডারকে। আছেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রেরও অবদান।

শুধু প্রবন্ধ লিখেই বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন লেখকের সংখ্যাও প্রচুর। এখনও লেখা হচ্ছে। তবে যে তুলনাতে গল্প, উপন্যাস, কবিতা লেখা হচ্ছে, প্রবন্ধের ধারাটি তুলনাতে একটু হলেও ক্ষীণকায়।

এই সংকলনের মূল উদ্দেশ্য বাংলা ভাষার কিছু রত্নের সন্ধান দেওয়া, ‘একা’র ভালোলাগা আরো ‘কয়েকজন’ পাঠকের মধ্যে ছড়িয়ে দেওয়া।

 

 

 

দ্বিতীয় উদ্দেশ্য সেই উজ্জ্বল, ক্ষীণকায় স্রোতে সামান্য জলদান।

লক্ষ করলে দেখা যাবে, এই প্রবন্ধগুলি সবকটিই লেখা হয়েছে সাহিত্যপ্রেমীর দৃষ্টিভঙ্গী থেকে। মূল লেখাতে বেশ কিছু আরো উচ্চমানের লেখার প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মূল লেখা ও সেই সম্পর্কিত আলোচনাগুলির প্রতি সামান্য আলোকপাত হলেই এই সংকলন সার্থক।

প্রাপ্তিস্থান

বইমেলাতে স্টল নম্বর ৫০০

বইমেলার পর কলেজ স্ট্রিটে সৃষ্টিসুখের আউটলেট –

Sristisukh, 72/2a Potuatola Lane, Kol 9, Phone – 89612 37050
.
এছাড়া কলেজ স্ট্রিটের অন্য দোকানগুলিতে প্রকাশকের নাম উল্লেখ করলে তাঁরা সঙ্গে সঙ্গে আনিয়ে দেন।

হোয়াটস্যাপে অর্ডার দিন এই নম্বরে – +91 89612 37050

অনলাইন

https://sristisukh.com/ss_new/product/এক-আঁজলা-জল/

Leave a comment