কোন মানুষ আমাদের জীবন থেকে চলে গেলে রয়ে যায় তাঁর স্মৃতি। ঘন দুর্যোগেও তা আমাদের ঘিরে থাকে। সেই যে সলিল চৌধুরী লিখেছিলেন –
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
মন হরিণী করুণ তার তাল তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই, হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি।।
জোনাকি পোকার আলোকে বলা হত গরীবের সম্পদ। গভীর আঁধারেও দুর্গত মানুষকে তা পথ দেখাতে পারতো। সেই ঝিকিমিকি আলোর বিচ্ছুরণ চরম দুর্যোগেও আমাদের প্রাণবন্ত রাখে।
আমাদের বর্তমান যুগে একটি মতবাদ খুব প্রচলিত। তা হল নিজের ক্ষমতায় বিশ্বাস রাখা। এই বিশ্বাস অর্জনের জন্য আজকাল মানুষকে প্রশিক্ষণও দেওয়া হয়। আত্মবিশ্বাস যে কোন মানুষে এক পরম সম্পদ।
আধুনিক শিক্ষায় কেউ বলেন –
“Be yourself; everyone else is already taken.”
― Oscar Wilde
“Make the most of yourself….for that is all there is of you.”
― Ralph Waldo Emerson
একই কথা জোনাকির আলোর উপমার সঙ্গে রবিঠাকুর কি সুন্দর করে ছোট্ট ভাষায় বক্তব্যটি রেখেছেন –
আত্মবিশ্বাসের প্রতীক করেছেন “জোনাকি” কে!!
“তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র,
তোমার তাই ব’লে কি কম আনন্দ।
তুমি আপন জীবন পূর্ণ ক’রে
আপন আলো জ্বেলেছ।।”
কি এক অসাধারণ অভিব্যাক্তি! জোনাকির আলো ছোট হলেও তা তার নিজস্ব। তার জন্যই সে গর্বিত, আনন্দিত হতে পারে! তাই না!!
“তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গো ঋণী কারো কাছে”!!
আপন মহিমায় সে পূর্ণ প্রকাশিত। আমরা যদি সেভাবে নিজেদের মেলে ধরতে পারি? যে কোন সময় আমরা যদি তুলনা, প্রতি তুলনাতে ক্ষত বিক্ষত হতে গিয়ে আমদের মনে অন্ধকার ভিড় করে। তখন আমরা ভাবতে পারি –
“তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ,
তুমি ছোটো হয়ে নও গো ছোটো,
জগতে যেথায় যত আলো
সবায় আপন ক’রে ফেলেছ॥”
আসলে সেভাবে এই গানে প্রত্যেকের কাছে ‘জোনাকি’ এক অনবদ্য অনুপ্রেরণা হয়ে উঠছে। কারণ প্রত্যেক মানুষই সফল হতে পারে যখন তারা ভাবতে পারে,
“তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ”!!
সেখানেই তার পূর্ণতা, সেখানেই সুখ, আনন্দ!! সেও তার জীবনে এক অনির্বচনীয় তৃপ্তি লাভ করতে পারে, জোনাকির মতই – সভ্যতার সবচেয়ে বড় সার্থকতা তো সেখানেই
“কী সুখে ওই ডানা দুটি মেলেছ।
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ॥”
রইল গানটি শ্রীকান্তর কণ্ঠে
যত দিন যাচ্ছে ততই কবিগুরুর গানের থেকেও গানের কথায় আরো মজে যাচ্ছি, তোমার
এই গান টির এনালিসিস খুব ভাল লাগল,
LikeLike
গভীরতায় স্নাত হলেম, ভারি সাবলীল লেখনী, অন্তর স্পর্শ করে ।।।
LikeLike
জোনাকি নিয়ে রবীন্দ্রগানের এই বিশ্লেষণ অনবদ্য হয়েছে। পড়ে তৃপ্ত হলাম দাদা।
LikeLike