ডিজিটাল দুনিয়ার চাবিকাঠি

ভেবে দেখেছো কি, পৃথিবীটা নাকি ডিজিটাল হয়ে যাচ্ছে! আর তার জন্য চাই চাবিকাঠি, মানে পাসওয়ার্ড।

যখনই পাসওয়ার্ড পাল্টাতে বলবে, সে এক ঝামেলা! আর আজকালকার সাইটগুলোও হয়েছে ঝামেলার চূড়ান্ত। পাসওয়ার্ড নিতে গেল, অতি দুর্বল, দুর্বল, মাঝারি, শক্তপোক্ত ইত্যাদি নানান বিশেষণে ভূষিত করে। আবার জ্ঞান দেয় – সাধারণ জ্ঞান হিসেবে থাকতে পারে যেগুলি তার তালিকাটা এরকম-

  • Password must have alpha numeric, upper case, lower case & symbols.
  • Make sure you use at minimum ten characters.
  • Do not use directly identifiable information. E.g. – phone number, birthday, address, etc.
  • Use a unique password for each separate account
  • Avoid common dictionary words

আচ্ছা বাপু, এত কাণ্ড করে পাসওয়ার্ড তো হল, মনে রাখবো কিকরে?

সেটার জন্য একটু ভাবা দরকার। আমরা নিজেদের নিয়ে ভাবি – আমরা কি সবথেকে ভালবাসি?

গান? সিনেমা? বই? খেলা? খাওয়া?

ধরা যাক কেউ গান ভালোবাসেন। ভীষণ প্রিয় রবীন্দ্রসঙ্গীত, প্রায়ই গুনগুন করেন পাঁচ ছটি প্রিয় গানের লাইন- সঙ্গে প্রিয় গায়ক বা গায়িকা –

সখী ভাবনা কাহারে বলে  – সুমিত্রা সেন

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া – সাগর সেন

আকাশভরা সূর্যতারা – দেবব্রত

মনমোর মেঘের সঙ্গী – হেমন্ত

কৃষ্ণকলি আমি তারেই বলি – সুচিত্রা

সখী ভাবনা কাহারে বলে  – সুমিত্রা সেন – এটিকে ইংরেজিতে লিখুন –

Sakhi bhabona kahare bale Sumitra Sen

ভাবুন গানটি কবে শুনেছিলেন – মানে কাছাকাছি – ১৯৭৫, ১৯৮০, ১৯৮৫?

তাহলে দেখুন আপনার মজবুত পাসওয়ার্ড হতে পারে – SbkbSS@1980

দেখুন ওপরের শক্তপোক্ত পাসওয়ার্ডের সব শর্তই মেনে নেওয়া হয়েছে। মনেরাখাও কঠিন নয়। অন্যগুলি এরকম

KbabSS@1985,  AbstDB_1970,  MmmsHM@1975 ইত্যাদি। সালগুলো মনে রাখার আরো উপায় হল যবে মাধ্যমিক দিয়েছিলেন, উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন, চাকরিতে ঢুকলেন, বিয়ে হল, সন্তান জন্ম ইত্যাদি।

প্রথমে একটু অসুবিধে হবে, কিন্তু এই পাসওয়ার্ড সত্যিই মজবুত। কারণ রোমান হরফে বাংলা ব্যাপারটাকে আরো কঠিন করে দিচ্ছে।

যেহেতু ভাল লাগা গানের সংখ্যা অনেক, কাজেই পাসওয়ার্ড পাল্টাতেও অসুবিধে নেই। একই গানের সঙ্গে সাল পাল্টে দিলে আবার পরে ব্যবহার করা যেতে পারে।

যদি কেউ সিনেমা ভালোবাসেন –  সিনেমা, পরিচালক, মুক্তির বছর

গুপিগাইন বাঘাবাইন সত্যজিৎ রায় ১৯৬৯  GgbbSS@1969

পথের পাঁচালী সত্যজিৎ রায় ১৯৫৫  PatherPanchaliSS@1955

যুক্তিতক্কোগপ্পো – ঋত্বিক ঘটক –  ১৯৭৬     JuktiTakkoRG_1976

খেলা হলে তো খেলোয়াড়েরা রয়েছেন – রয়েছে তাদের মনে রাখার মত খেলা

Mahendra Singh Dhoni – Mubai – 2011   –  MahendraSDMumbai-2011

Kapil Dev Lords 1983                        – KapilDvLords – 1983

Anil Kumble Eden Gardens 1999            – AnilKumbleEden_1999

আর বই হলে তো মনে রাখার মত মেলা বই আর লেখক – কবে নাগাদ পড়েছিলেন যেন?

পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় ২০০১ –  PululNacherItikothaMB@2001

শুরুতে কিন্তু একটু শক্ত। প্রথম কিছুদিন লিখে রেখে দিন। বার দুতিন করলেই দেখবেন মনে গেঁথে যাচ্ছে, হাজার হোক আপনার প্রিয় জিনিষ, বই, খেলা, গান, সিনেমা – যাই হোকনা কেন!

বন্ধুরা চাইলে আরো মতামত দিতে পারেন। যোগ করে দেবো।

One thought on “ডিজিটাল দুনিয়ার চাবিকাঠি

Leave a reply to arughosh Cancel reply